
জহিরুল ইসলাম ঝিকরগাছা যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে বাবা ও ছেলে একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন। আহতরা হলেন ছেলে শান্ত (২৫) এবং তার বাবা রবিউল ইসলাম (৫৫)।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার কীর্তিপুর গ্রামে তাদের নিজ বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত সম্প্রতি বিদেশ থেকে ফিরে এসে প্রেমের সম্পর্কের জেরে একটি বিয়ে করেন। এই বিয়ে নিয়ে বাবা রবিউল ইসলামের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। পারিবারিক এই কলহ মেটানোর জন্য এর আগে স্থানীয় থানার একজন উপ-পরিদর্শক (এসআই) মীমাংসার চেষ্টাও করেছিলেন, কিন্তু তা সফল হয়নি।
গত ২২ এপ্রিল তাদের মধ্যে নতুন করে বিরোধ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে বাবা-ছেলের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বাবা রবিউল ইসলাম घरात থাকা চাপাতি দিয়ে ছেলে শান্তর মাথায় আঘাত করেন। পাল্টা জবাবে শান্তও ক্ষিপ্ত হয়ে একই ধরনের অস্ত্র দিয়ে তার বাবাকে কুপিয়ে মারাত্মক জখম করেন।
তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দু’জনকেই উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়া যওয়া হয়।
আহস বাবা ও ছেলে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।