
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার ৪ টি আসনে ৩০ নভেম্বর সতন্ত্র সহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৮জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ সকল প্রার্থীদের মনোনয়ন পত্র ৩ ডিসেম্বর রবিবার যাছাই- বাছাই অনুষ্ঠিত হয়েছে।
তাদের মনোনয়ন পত্র যাছাই- বাছাই অনুষ্ঠিত হয় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ দিন বেলা ১১ টা থেকে দুপুর ৩ টার মধ্যে। উক্ত মনোনয়ন পত্র বাছাই কালে উপস্থিত ছিলেন, মোঃ নূর কুতুবুল আলম, পটুয়াখালী জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার, দ্বাদশ সংসদ নির্বাচন,খান আবি শাহানুর খান, পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার দ্বাদশ সংসদ নির্বাচন, মোঃ মিজানুর রহমান,পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার দ্বাদশ সংসদ নির্বাচন, শেখ আবদুল্লাহ সাদীদ,পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), যাদব সরকার, পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন সহকারী কমিশনার গন ও ২৮ জন সংসদ সদস্য পদ প্রার্থী বৃন্দরা এবং সাংবাদিক বৃন্দরা। জানা গেছে, এসময় পটুয়াখালী-৩ ( কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনের সতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মোঃ মাহবুবুর রহমান এর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। মোঃ মাহবুবুর রহমান বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিকস ও অনলাইন নিউজ পোর্টালের বিশেষ করে কলাপাড়া উপজেলা ও পটুয়াখালী জেলা প্রতিনিধিবৃন্দের সর্বত্র সার্বিক সহযোগিতা কামনা করেছেন এবং তাঁর নির্বাচনী এলাকা পটুুয়াখালী -৪ (কলাপাড়া- রাঙ্গাবালী)’র সকল সম্প্রদায়ের মানুষজনের কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন।