ঢাকা, রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আবারও এক বাংলাদেশীর পা বিচ্ছিন্ন
উলিপুরে বে-সরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতি সংলাপ
চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে মহৎ বিনিময় সভা
তুরাগ থানা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্ৰেফতার
সরকারি কর্মকর্তাকে ফাঁদে ফেলে চাঁদা আদায়,১৫ লাখ টাকাসহ গ্রেফতার ৪
লাকসামে গোস্ত ব্যবসায়ী ও বাজার ইজারাদারের উপর হামলার অভিযোগ
তানোরে দুর্নীতিবাজ ভিলেজ ইলেক্ট্রেশিয়ান সেই লিটন’কে স্বপদে বহাল করলেন পল্লী বিদ্যুতের ডিজিএম
ঝিকরগাছায় বাবা ও ছেলে একে অপরকে কুপিয়ে হাসপাতালে
গাছপাকা আম চেনার উপায়
তেরখাদা উপজেলা বিএনপি’র জরুরি সভা
আমতলীতে বন্দর হোসাইনিয়া মাদ্রাসায় কামিল পাঠদানে অনুমতি , মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির অভিষেক
পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ পালিত
কলাপাড়ায় পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত
পবিপ্রবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৫ পালিত
পঞ্চগড়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা

কালীগঞ্জে নিহত জান্নাতীর পরিবারের পাশে বিএনপি নেতা রোকন উদ্দিন বাবুল

লালমনিরহটের কালীগঞ্জে তিস্তাচরের একটি ভুট্টা ক্ষেতে হত্যার শিকার জান্নাতি বেগম (১২) নামের ৬ষ্ঠ শ্রেণীর সেই শিক্ষার্থীর পরিবারের খোঁজখবর নিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারী চর এলাকায় নিহত জান্নাতীর বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যান তিনি। সেখানে তিনি নিহতের পরিবারের সাথে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান । পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিহত জান্নাতীর কবর জিয়ারত করে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এসময় জান্নাতীর পরিবারকে তিনি আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় তার সঙ্গে ছিলেন- ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মাস্টার,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক বাবু বিধান চন্দ্র রায়, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, চন্দ্রপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহীন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আখেরুজ্জামন স্বাধীন,হাসানুজ্জামান জুয়েল,মফিজার রহমান বাবুল,রবিউল ইসলাম রুবেল,বিশিষ্ট ব্যবসায়ী খাইরুল ইসলামসহ অনেকে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় জান্নাতির প্রতিবেশী বেলাল হোসেন জান্নাতির বাড়িতে জান্নাতিকে একা পেয়ে তার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন বেলাল। এ সময় জান্নাতি চিৎকার করার চেষ্টা করলে তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে জান্নাতীর মুখে মাটি ঢুকিয়ে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা করেন। খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ জান্নাতির মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠান। জান্নাতী উপজেলার ভোটমারী চর শৌলমার গ্রামের ফজলুল হকের মেয়ে। তিনি স্থানীয় ভোটমারী এস.সি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় বেলালের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত জান্নাতীর বাবা ফজলুল হক। মামলার পর ওই দিন রাতেই বেলাল কে গ্রেফতার করে পুলিশ। বেলাল নিজেই জান্নাতীকে হত্যার দায় স্বীকার করে আদলতে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে সে জেলহাজতে রয়েছেন।

নিহত জান্নাতীর বাবা-মায়ের ভাষ্যমতে এ হত্যাকান্ডে জড়িত শুধু বেলাল নয় ।

শেয়ার করুনঃ