
সরাইল উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় ১ (এক) জনকে আটক করেছেন উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। একদল মানুষ অবৈধ ভাবে মাটি কর্তন করছিল। অভিযান পরিচালনায় টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় সরাইল থানার পুলিশের সহযোগিতায় একজনকে গ্রেফতার করা হয়। এ সময় মাটি ভর্তি ১ (এক) টি ট্রাক জব্দ করা হয়।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের আকাশি বিলের ধরন্তি নামক স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোশারফ হোসাইন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫ (১) ধারায় ভ্রাম্যমাণ আদালত একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পালিয়ে যাওয়ার লোকদের নিয়মিত মামলা দায়ের করার জন্য সরাইল থানা পুলিশ নির্দেশনা দেন।