ঢাকা, রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আবারও এক বাংলাদেশীর পা বিচ্ছিন্ন
উলিপুরে বে-সরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতি সংলাপ
চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে মহৎ বিনিময় সভা
তুরাগ থানা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্ৰেফতার
সরকারি কর্মকর্তাকে ফাঁদে ফেলে চাঁদা আদায়,১৫ লাখ টাকাসহ গ্রেফতার ৪
লাকসামে গোস্ত ব্যবসায়ী ও বাজার ইজারাদারের উপর হামলার অভিযোগ
তানোরে দুর্নীতিবাজ ভিলেজ ইলেক্ট্রেশিয়ান সেই লিটন’কে স্বপদে বহাল করলেন পল্লী বিদ্যুতের ডিজিএম
ঝিকরগাছায় বাবা ও ছেলে একে অপরকে কুপিয়ে হাসপাতালে
গাছপাকা আম চেনার উপায়
তেরখাদা উপজেলা বিএনপি’র জরুরি সভা
আমতলীতে বন্দর হোসাইনিয়া মাদ্রাসায় কামিল পাঠদানে অনুমতি , মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির অভিষেক
পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ পালিত
কলাপাড়ায় পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত
পবিপ্রবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৫ পালিত
পঞ্চগড়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা

সীমান্তে চোরাকারবারিদের ধৃষ্টতা বিজিবির চার সদস্যের ওপর হামলা-অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল কমান্ডারের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার পর বিজিবির চার সদস্যের ওপর হামলার ঘটনায় ২৫ চোরাকারবারির নামে সুনামগঞ্জের তাহিরপুর থানায় মামলা করা হয়েছে।
বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির হাবিলদার আব্দুল আলীম বাদী হয়ে সোমবার ওই মামলাটি করেন।
সরকারি কাজে বাধা দান, অস্ত্র, চোরাচালানের ফুচকা ছিনিয়ে নেওয়া, বিজিবি টহল দলের ওপর হামলার ঘটনায় এ মামলা করা হয়।
মামলার আসামিরা হলেন-চোরাকারবারি তারভেজ মিয়া, তার ভাই জিলানী মিয়া, হুমায়ুন, তোফাজ্জল হোসেন, আকাইদ মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন।
এর পূর্বে শনিবার (১৯ এপ্রিল) তাহিরপুরের লাউরগড় সীমান্তে বিজিবি টহল দলের হাত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা আটক ১২ বস্তা ভারতীয় ফুচকা ছিনিয়ে নেওয়ার পর বিজিবি সদস্যদের ওপর হামলা করা হয়।

বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির হাবিলদার আব্দুল আলীম বাদী হয়ে সরকারি কাজে বাধা দান, অস্ত্র , চোরাচালানের ফুচকা ছিনিয়ে নেয়া, বিজিবি টহল দলের উপর হামলার ঘটনায় অভিযোগে সোমবার ওই মামলাটি দায়ের করেন।
মামলা সুত্রে জানা গেছে, শনিবার (১৯ এপ্রিল) তাহিরপুরের লাউরগড় সীমান্তে বিজিবি টহল দলের হাত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা আটককৃত ১২ বস্তা ভারতীয় ফুচকা ছিনিয়ে নেয়ার পর, চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে বিজিবি টহল দলের উপর হামলা করে। প্রথম দফায় ফুচকার চালান ছিনিয়ে নিয়ে গিয়ে ফের চোরাকারকারবারিরা সংঘবদ্ধ হয়ে বিজিবি টহল দলে থাকা বিজিবির এক সদস্যকে হত্যা চেষ্টা চালাতে গিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তার্থ জখম করে।
অপর বিজিবি সদস্যকে লাঠিপেটা করে, বিজিবির নায়েবকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে, অপর এক বিজিবি সদস্যস্যের থাকা অস্ত্র মাটিতে ফেলে দিয়ে তাকে শারিরীকভাবে নাজেহাল করে বিজিবির টহল কমান্ডারের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে, লাউড়গড় বিজিবি ক্যাম্পের সামনের সড়কে থাকা দিক নির্দেশনামূলক বোর্ড ভেঙ্গে ফেলে চোরাকারবারি বীরদর্পে সীমান্তে তাদের অপতৎপরতা, ধৃষ্টতা দেখায়। ।
এদিকে বিজিবি টহল দলকে জিম্মি করে ১ লাখ ৯ হাজার ২০০ টাকা মুল্যর ১২ বস্তা চোরাচালানের ফুসকা ছিনিয়ে নেয়ার পর বিজিবি টহল দল ৯ হাজার ৬০০ টাকা মুল্যেও ০১ বস্তা ফুচকা জব্দ করে।
বিজিবি টহল দলের উপর হামলায় অংশ নেয়ারা অধিকাংশই ছিল শ্রমিক।
সীমান্ত এলাকার নির্ভরযোগ্য একটি সুত্র জানায়, সীমান্তের পেশাদার ফুচকা চোরাকারবারি সাবেক এক ইউপি সদস্য পুলিশের কথিত লাইনম্যান ও চোরাকারবারে জড়িত থাকা তার সহযোগিরা আড়ালে থেকে বিজিবিকে তাদের সক্ষমতা জানান দিতে গিয়ে ওই হামলা চালাতে ইন্দন যোগায় এবং তাদের লাখ টাকার ফুচকার চালান বিজিবির হাত থেকে ছিনিয়ে নিতে সক্ষম হয়।
তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম বলেন, আসামিরা পলাতক থাকায় এখানো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

শেয়ার করুনঃ