ঢাকা, শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
লাকসামে গোস্ত ব্যবসায়ী ও বাজার ইজারাদারের উপর হামলার অভিযোগ
তানোরে দুর্নীতিবাজ ভিলেজ ইলেক্ট্রেশিয়ান সেই লিটন’কে স্বপদে বহাল করলেন পল্লী বিদ্যুতের ডিজিএম
ঝিকরগাছায় বাবা ও ছেলে একে অপরকে কুপিয়ে হাসপাতালে
গাছপাকা আম চেনার উপায়
তেরখাদা উপজেলা বিএনপি’র জরুরি সভা
আমতলীতে বন্দর হোসাইনিয়া মাদ্রাসায় কামিল পাঠদানে অনুমতি , মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির অভিষেক
পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ পালিত
কলাপাড়ায় পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত
পবিপ্রবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৫ পালিত
পঞ্চগড়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা
সিইপিজেড এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ মাইক্রোবাস জব্দ
তারেক রহমান মাত্র ৪ বছর বয়সে ৯ মাস কারাবরণ করেছিলেন: রফিকুল ইসলাম জামাল
ঘোড়াঘাটে আদিবাসী নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী পর্যালোচনা করে রিপোর্ট জমা দিবে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন
ঝটিকা মিছিল বিরোধী অভিযান:৭ দিনে নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের ৫৬ নেতা-কর্মী গ্রেফতার

মেজর সিনহা হত্যা মামলা: প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণার ৭ দিনের মধ্যে কার্যকরের দাবি

মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান (অব.) হত্যা মামলার শুনানিতে ওসি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণার পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে ফাঁসি কার্যকরের দাবি করেছেন এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।

অন্যথায় কঠোরতম কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সদস্যরা।

শনিবার(২৬ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক লে. কমান্ডার মেহেদি এ দাবি জানান।

বর্তমানে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি হাইকোর্টের বিচারপতি মুস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে সাবেক লে.কমান্ডার মেহেদি বলেন, বিপ্লব পরবর্তী ৮ মাস হয়ে গেলেও ফাঁসি কার্যকরের কোনো পদক্ষেপ নেই। এ থেকে বোঝা যায়,বিচারিক কার্যক্রমের ওপর এখনো পলাতক ফ্যাসিবাদীদের প্রভাব রয়েছে।

তিনি বলেন,আমরা জুডিশিয়ারি, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের প্রতি স্পষ্ট বার্তা দিতে চাই, রায় কার্যকরের ক্ষেত্রে কোনো হুমকি, প্রলোভন বা রাজনৈতিক চাপ যেন আপনাদের প্রভাবিত করতে না পারে।

পাশাপাশি অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি,রায় ঘোষণার পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে তা কার্যকর করার। অন্যথায় এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন তাদের সাবেক সহকর্মী হত্যার রায় কার্যকর করার দাবিতে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হবে।

তিনি আরও বলেন,ওসি প্রদীপ কুমার দাশের মতো নৃশংস, মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারলেই বিচার বিভাগ ও সরকারের প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হবে।

এসময় মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া,পারভেজ ও তোফাজ্জল হত্যাকাণ্ডসহ জুলাই-আগস্টে গণহত্যার বিচারিক কার্যক্রম দ্রুততার ভিত্তিতে সম্পন্ন করার দাবিও জানান সাবেক সেনা কর্মকর্তারা।

তারা বলেন,আমরা এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন সদস্যরা এসকল হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমের প্রতি তীক্ষ্ণ নজর রাখছি এবং সংশ্লিষ্ট সকলকে যেকোনো চাপ উপেক্ষা করে বিচারিক কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করার আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংগঠনের সদস্যসচিব লে. সাইফুল্লাহ খাঁন সাইফ (অব.), উপসংগঠক সৈনিক নাইমুল হাসান, লে. কর্নেল মো. শাখাওয়াত, সাবেক নৌবাহিনী কর্মকর্তা সাইদ আলী ও সাবেক মেজর রাজিবুল হাসান উপস্থিত ছিলেন।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ ঘটনায় করা মামলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে দুজনকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও সাতজনকে খালাস দেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– বাহারছড়া তদন্ত কেন্দ্রের বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ।

যাবজ্জীবন প্রাপ্তরা হলেন– বাহারছড়া তদন্ত কেন্দ্রের বরখাস্ত উপ-পরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত, সাগর দেব, রুবেল শর্মা এবং পুলিশের সাক্ষী হিসেবে দায়িত্ব পালন করা শামলাপুরের তিন বাসিন্দা নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন।

আইন অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের রায় অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) মামলার নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডিত আসামিরা আপিল ও জেল আপিল করেন। সেই আপিলের প্রেক্ষিতে গত বুধবার মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ডেথ রেফারেন্স ও দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ