রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো.বাবু ওরফে টান্নু (৩৫) সহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৬ এপ্রিল)র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) এর সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো- মো. বাবু ওরফে টান্নু (৩৫) ও মো. বাবর হাসান (৩০)।
খান আসিফ তপু বলেন,আজ দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২২ কেজি গাঁজা ও ২ ক্যান বিয়ার সহ ২জন মাদক ব্যবসায়ীককে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, রাতে র্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে ঢাকার মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় র্যাব-২ এর আভিযানিক দল উক্তস্থানে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আসামিদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে মাদকের বিষয়ে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্য মতে ২টি বস্তার মধ্যে রক্ষিত ২২ কেজি গাঁজা ও ০২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৫৩ হাজার টাকা।
জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে, তারা দীর্ঘ দিন যাবৎ মাদকদ্রব্য নানা কৌশলে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। এছাড়াও গ্রেফতারকৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র্যাব-২ এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
ডিআই/এসকে