ঝালকাঠি জেলা প্রতিনিধি:বিএনপির ঝালকাঠি দুই আসনের সম্ভাব্য প্রার্থী বাছাইয়ে জনমত জরিপে সবচেয়ে এগিয়ে আছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক বিপি (বরিশাল বিএম কলেজ) মাহাবুবু হক নান্নু। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সমর্থন পাওয়ায় তাকে শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সূত্রে জানা যায়, বিএনপির অভ্যন্তরীণ জরিপ ও জনমত বিশ্লেষণে নান্নুর জনপ্রিয়তা লক্ষণীয়। তার সাংগঠনিক অভিজ্ঞতা, স্থানীয় সমস্যা সম্পর্কে গভীর ধারণা এবং তৃণমূল পর্যায়ে সম্পৃক্ততা তাকে এ আসনে দলের শীর্ষ পছন্দে পরিণত করেছে।
ঝালকাঠি দুই আসনে বিএনপির পুনরুদ্ধার কৌশলের অংশ হিসেবে নান্নুর মনোনয়ন নিশ্চিত হলে দলটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে মনে করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় চেয়ারপারসন তারেক রহমান ও অন্যান্য ঊর্ধ্বতন নেতৃত্বের সম্মতিক্রমে নেওয়া হবে।
নান্নু তার প্রতিক্রিয়ায় বলেন, “আমি দলীয় নেতৃত্বের সিদ্ধান্তকে সম্মান করি। জনগণের আস্থা ও দলের জন্য কাজ করাই আমার লক্ষ্য।”
বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার আগেই নান্নুর সমর্থকরা তার মনোনয়নের দাবিতে সংগঠিত হচ্ছেন। আসন্ন নির্বাচনে এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চায় বিএনপি।
ঝালকাঠি দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করতে জনমত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাহাবুবু হক নান্নুর এগিয়ে থাকায় দলীয় পর্যায়ে তার মনোনয়নের সম্ভাবনা জোরালো হচ্ছে।