
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় আবুল কাশেম (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে বাজার করে বাড়ি ফেরার পথে উপজেলার হাদি ফকির হাট কাজী গ্রাম রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কাশেম উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকার হোসেন মাস্টার বাড়ির এবাদুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাজার করে হাদি ফকির হাট থেকে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী আবুল কাশেম। এ সময় বাড়ির রাস্তার মাথায় দ্রুতগামী একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি তাকে ধাক্বা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ‘ ওই এলাকায় সড়ক দুর্ঘটনা কেউ মারা যাওয়ার খবর আমরা পাইনি। তবে খবর নিয়ে জানাচ্ছি।’