
পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার ৭ নং শংকরপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক ফকিরের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ জনগন। বৃহস্পতিবার (২৪) দুপুরে ৭নং শংকরপাশা ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের বৈষম্য বিরোধী সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা ফজলুল হক ফকিরকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম রিপন, জেলা বিএনপির সাবেক সদস্য মো. মনিরুল ইসলাম মাঝি, পিরোজপুর জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক ইরান সিকদার, মাসুম শিকদার রানা, মো. নাসির উদ্দিন,আসাদুজ্জামান সিয়াম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ফজলুল হক ফকির আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ভোট চুরি করে ইউপি সদস্য হয়েছেন। তিনি দুর্নীতি ও চাঁদাবাজি করে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন। এছাড়াও তিনি গভীর রাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করার অভিযোগ আছে তার বিরুদ্ধে
এসময় বক্তারা ফজলুল হককে অপসারণ করে প্রশাসক নিয়োগের দাবি জানান।