
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত পক্ষকাল ব্যাপী গণসংযোগ উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ৩টায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠে ফুলবাড়ী সদর ইউনিয়ন ও শহর শাখার যৌথ উদ্যোগে ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখার সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে , শহর শাখার সেক্রেটারি রাফিউল ইসলামের পরিচালনায়,প্রধান অতিথির বক্তব্যে রাখেন জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কর্মপরিষদ সদস্য এডভোকেট ইয়াসিন আলী সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ফুলবাড়ী উপজেলার আমীর মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা ইউনুছ আলী এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী শহর শাখার সভাপতি মাওলানা হারুন অর রশিদ, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি (অর্থ বিষয়ক সম্পাদক) বেলাল হোসেন প্রমুখ।