ফরিদপুরের সদরপুরে ধর্ষণের পর এক নারীকে হত্যার ঘটনায় হওয়া মামলার অভিযুক্ত আসামি মমরেজ খালাসীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সকালে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন সরকারী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা র্যাব-১০,সিপিসি-৩,ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে।
এদিন বিকালে র্যাব-১০,সিপিসি-৩,ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,গত ১৯ এপ্রিল রাতে ভিকটিম (৩৬) বিশেষ প্রয়োজনে বাসা থেকে বের হলে আসামী মমরেজ খালাসী (৫০) ভিকটিমকে জোর পূর্বক ধর্ষণ করে মুখ চেপে ধরে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের মেয়ের অভিযোগের প্রেক্ষিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এ অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে র্যাব-১০, সিপিস-৩ ফরিদপুর ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় মমরেজ খালাসীকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই /এসকে