ঢাকা, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
এই বছরে ডিএনসিসি এলাকায় ৫ লাখ গাছ লাগানো হবে: ডিএনসিসি প্রশাসক
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা,চক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
সুনামগঞ্জের তিন ইয়াবা কারবারি সিলেট থেকে গ্রেফতার
মিরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ী ‘আবুল কাশেমের
মিরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ী আবুল কাশেমের
নাইক্ষ্যংছড়িতে বর্ণিল আয়োজনে শুরু হওয়া মার্মাদের সাংগ্রাই পোয়ে উৎসব সম্পন্ন
নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে গ্রেফতার-১
দূর্নীতির দায়ে নান্দাইলের সাবেক ইউএনও অরুণ কৃষ্ণ পালকে জেলা প্রশাসনের তলব
পিরোজপুরে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের অপসার‌ণের দা‌বিতে মানববন্ধন
মেঘনা গ্রুপের পণ্য বয়কটের ডাক দিলেন মাসুদ সাঈদী
বোদায় মোবাইলের দোকানে চুরির সময় আন্তঃজেলা ৪ চোর আটক
কচ্ছপিয়ায় বৃদ্ধের আত্মহত্যা
বাইশারীতে গোসল করতে গিয়ে অকালে ঝরে গেল ২ ছাত্রীর প্রাণ
নওগাঁয় ২৯ হাজার ৩১০ কেজি সরকারি চাল জব্দ
গণসংযোগ উপলক্ষে ফুলবাড়ীতে জামায়াতের সাধারণ সভা

রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা গ্রেফতার

রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার এজাহারনামীয় আসামিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার (২৫এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতারকৃতরা হলো- শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মো.আবেদ আলী শেখ (৫২), রমনা ও হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মমতাজ পারভিন শিমু ( ৪২ ), ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সভাপতি এবং মহানগর উত্তর যুবলীগ কর্মী মোহাম্মদ জাকির হোসেন সাগর (৪৩), মিরপুর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর বাদল (৫০) ও উত্তরা থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মনিরুল ইসলাম (৩৮)।

ডিবির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে মো. আবেদ আলী শেখকে এবং একই তারিখ রাত আনুমানিক রাত ৯ টার দিকে বাংলামোটর এলাকা হতে মমতাজ পারভিন শিমুকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম।

উল্লেখ্য , গ্ৰেফতারকৃত মো.আবেদ আলী শেখ গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ী পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি।

অন্যদিকে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটের দিকে রাজধানীর বনানী এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ জাকির হোসেন সাগরকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। গ্রেফতারকৃত জাকির হোসেন সম্প্রতি গুলশান এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহন করেছিলো মর্মে স্বীকার করেছে। এছাড়া সে ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামি।

তিনি আরও বলেন, শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে এম আর বাদলকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল। একই দিন রাজধানীতে অভিযান পরিচালনা করে মনিরুল ইসলামকে গ্রেফতার করে ডিএমপি ডিবির পৃথক টিম। সে গত (১৮ এপ্রিল) উত্তরা বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিল মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ