
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলাম’র বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কলাপাড়া শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মোস্তফা জামান সুজন, ধারাভাষ্যকার বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, সাংস্কৃতিক কর্মী শামীম বেপারী, তানজিল জামান জয়,জেমস জানিব, সংগঠক মাহাবুবুল আলম নাঈম, নাজমুস সাকিব এবং নাজমুল ইসলাম। মানববন্ধনে কলাপাড়ার সাংস্কৃতিক কর্মী, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করেন অংশগ্রহণকারীরা।
বক্তারা সংশ্লিষ্ট অপপ্রচার কারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়াও বক্তারা বলেন, কলাপাড়ায় পূর্বেও চাঞ্চল্যকর গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। তারা এসব গুজবের মূল হোতা ও কথিত কিশোর গ্যাং লিডার রবিউল আউয়াল অন্তরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।