লাকসাম উপজেলার চৌদ্দগ্রাম রোডের খোকন এগ্রো (বীজ ডিলার) দোকানে অনুমোদন ব্যতিরেকে বীজ বিক্রি ও বীজের মান নিয়ে অভিযোগের প্রেক্ষিতে উপজেলা কৃষি অফিসারসহ অভিযান পরিচালনা করা হয়। আজ দুপুর ১:৩০ এর সময় খোকন এগ্রোর মালিক সেলিম লালু লাইসেন্স ব্যতীত কৃষি বীজ বিক্রি করে আসছেন এবং ধানের বীজ নিজে উৎপাদন করে মোড়কে তথ্য গোপন করে বাজারজাত করনের জন্য কৃষি বিপনন আইন ২০১৮ অনুযায়ী তাকে ২০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে ধানের দুই প্যাকেট মান নিশ্চিত করার জন্য জব্দ করা হয়।
এছাড়া জনাব সেলিম লালু ডিএই ট্যাগ সম্বলিত কিছু বীজ বিক্রি করে আসছিলেন, যা তিনি উত্তরবঙ্গ থেকে কম দামে ক্রয় করে এখানে বিক্রি করেন। মূলত ডিএই ট্যাগ সম্বলিত এ বীজ সরকার বিনা মূল্যে কৃষকদের মাঝে বিতরণ করে থাকেন। ফলে সরকারি এ বীজ কিভাবে সে বিক্রি করে আসছেন তা নিশ্চিত হওয়ার জন্য ২ বস্তা ডিএই ট্যাগ সম্বলিত বীজ জব্দ করা হয়। যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া গেলে জনাব সেলিম লালুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।