রাজশাহীর বাগমারায় জমি জবর দখল, লাইব্রেরি ঘর ভাঙ্চুর, পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে তিন’টায় বাগমারা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জিল্লুর রহমানের স্ত্রী শামিমা রহমান। লিখিত বক্তব্য এবং মামলা সূত্রে
জানা গেছে , গোপালপুর মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেন গংরা প্রতিষ্ঠানের জমি দাবী করে দুস্কৃতকারীদের লেলিয়ে দিয়ে লাইব্রেরি ঘর ভাঙ্চুর,হুমকি-ধামকি
নানা রকম অপপ্রচার চালিয়ে আসছেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন।মামলার প্রধান বিবাদী করা হয়েছে উপজেলার বালানগর গ্রামের মৃত তাহের সরদারে ছেলে গোপালপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেনকে। অভিযুক্ত অধ্যক্ষ আবুল
হোসেন মুঠোফোনে বলেন, বিবাদমান জমিজমা মাদ্রাসার দানকৃত জমি।সামান্য কিছু জমি তাঁদের রয়েছে। কিন্তু যেখানে তিনি জমির মালিকানা দাবী
করছেন, ওখানে তিনি পুরোটা পাবেন না। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শামিমা
রহমান স্থানীয় প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।