রমনা থানাধীন কাকরাইল মসজিদের সামনে থেকে একটি কাভার্ড ভ্যান হতে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ।
বৃহস্পতিবার (২৪এপ্রিল) ডিবি উত্তরা বিভাগের এডিসি মো.হেলালউদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আাসামি হলো- মহিউদ্দিন মফিজ (৪৫)।
মো.হেলালউদ্দিন ভূইয়া বলেন, আজ সকাল ১১টা ৫ মিনিট নাগাদ ডিবি উত্তরা বিভাগের একটি চৌকস টিম ঢাকার রমনা থানাধীন কাকরাইল মসজিদের সামনের পাকা রাস্তার উপর একটি কাভার্ড ভ্যান হতে প্রায় ৩০ কেজি অবৈধ গাঁজা উদ্ধারসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে