ডেস্ক রিপোর্ট : ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, বাসার ছাদ থেকে নিচে পড়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) সিয়াম আজম নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত সিয়ামের বাবা মোন্নাফ মুকুল দিনাজপুর জেলা যুবদলের সাবেক সভাপতি। সিয়াম ছোট ছেলে। প্রাথমিকভাবে এ ঘটনাটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহতের মৃতদেহ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা যায় ।