
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিল ও সরকার পদত্যাগের ১ দফা দাবীতে দেশব্যাপী বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা সর্বাত্বক অবরোধের ৯ম দফায় নেত্রকোণা জেলা বিএনপি’র আয়োজনে মশাল মিছিল করেছে দলটি।
আজ ৩ ডিসেম্বর রবিবার সন্ধা ৬ টায় নেত্রকোনা-কিশোরগঞ্জ সড়কে মদনপুর এলাকায় জেলা বিএনপি’র আহব্বায়ক অধ্যাপক মোঃ ডাক্তার আনোয়ারুল হকের উপস্থিতে এই মশাল মিছিল অনুষ্টিত হয়।
এসময় অবরোধের সমর্থনে মশাল মিছিলে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপি’র আহব্বায়ক কমিটির সদস্য শরিফুল হাসান আরিফ,নেত্রকোনা জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না,নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবরোধ সফল করার লক্ষে এবং নির্বাচন কমিশন ঘোষিত তফসিল প্রত্যাখান করে বিভিন্ন শ্লোগান দেন।