কুলেস মামলার রহস্য উদঘাটনকারী শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর মিল্টন দত্ত।
মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসার হিসেবে তাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
পুলিশের একটি সূত্র জানায়, মুন্সীগঞ্জ সদর থানার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অস্ত্র উদ্ধার, মাদক, সাজাপ্রাপ্ত আসামি, ওয়ারেন্ট তামিলসহ সার্বিক বিষয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে শ্রেষ্ঠ পুলিশ অফিসার (সাব ইন্সপেক্টর) হিসেবে বিবেচনা করে পুরস্কার প্রদান করা হয়েছে।
এ বিষয়ে সাব ইন্সপেক্টর মিল্টন দত্ত প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, যে কোনো পুরস্কার কাজের গতি আরো বাড়িয়ে দেয় উৎসাহ প্রদান করে। এ পুরষ্কার থানার প্রত্যেক সদস্যদের জন্য উৎসর্গ করছি।
ডিআই/এসকে