ঢাকা, বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় জিদান নামে এক স্কুল ছাত্রের মৃত্যু
উপকূল ও নদী তীরবর্তী অঞ্চল এবং সুন্দরবনের সার্বিক নিরাপত্তায় অসামান্য অবদান রেখে চলছে কোস্ট গার্ড
মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার মিল্টন দত্ত
প্রবাসী আল আমীনের লাশ দেখে পরিবারে চলছে শোকের মাতম
নাটোরে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
পারভেজ হত্যা মামলায় এবার আসামি মাহাথির গ্রেফতার
চাঁদপুর জেলা কৃষকলীগের সভাপতি দুর্বৃত্তের হামলায় নিহত
র‌্যাবের নতুন মুখপাত্র উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী
রায়পুরে স্বেচ্ছাসেবকদল কর্মী জসিম হত্যা: র‍্যাবের হাতে মামলার ১৪ আসামি গ্রেফতার
তানোরে বাধাইড় ইউপি এলাকায় এমপি প্রার্থী তারেকের গনসংযোগ
আত্রাইয়ে ১১জন মাদক সেবীদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড
শিক্ষক মেলবন্ধন ২০২৫’ এ শিক্ষক সম্মাননা পেলেন হাবিবুল্লাহ্
মোহাম্মদপুরে সাড়াশি অভিযান,গ্রেফতার ১৯
সেনা অভিযানে দেশীয় অস্ত্র-গুলিসহ ডাকাত ও কিশোর গ্যাং লিডার গ্রেফতার
কালকিনি পৌরসভায় উন্নয়ন সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলা কৃষকলীগের সভাপতি দুর্বৃত্তের হামলায় নিহত

চাঁদপুর জেলা কৃষকলীগের সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলার প্রবীণ রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান (৯০) দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তার পরিবারবর্গ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান ২৫ আগস্ট সন্ধ্যায় নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়ে পড়লে চাঁদপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন‍্য নেওয়া পথে তিনি শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন ।পরভর্তিতে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

সোমবার (২৬ আগষ্ট) বাদ জোহর সংক্ষিপ্ত পরিসরে তাঁর জানাজা নামাজ আদায় শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুম বীর মুক্তিযোদ্ধার স্বজনরা ক্ষোভ নিয়ে বলেন, গত ৫ আগষ্টের ঘটনার পর তিনি খুব একটা বাড়ির বাহিরে যেতেন না।কিন্তু রবিবার (২৫ আগষ্ট) সন্ধ্যার আগে বাড়ির উঠানে বসে থাকার সময় কতিপয় দুষ্কৃতিকারীরা মুখে কালো কাপড় বেঁধে প্রবীণ আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন প্রধানের উপর এই নিশংসয় হামলা চালায় ।ওই সময় তাঁর আত্মচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

মরহুমের স্ত্রী পারুল পারভিন(৭৩) বলেন, ওনাকে (জয়নাল আবেদীন প্রধান) এম্বুলেন্সে করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া পথে উনি মৃত্যুবরণ করেন।চাঁদপুর সদর হাসপাতালের ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। আওয়ামীলীগ করার কারণে তাঁকে মব সৃষ্টি করে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।এছাড়া ওনার একমাত্র ছেলে পরিবার নিয়ে দীর্ঘদিন প্রবাসে থাকেন।

হামলার বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলতে চাইলে কেউ ভয়ে মুখ খুলতে নারাজ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন,বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের উপর যারা হামলা করেছে তারা ছিলেন বহিরাগত এবং হামলা শেষে তারা নারায়ে তাকবীর,আল্লাহু আকবার বলে মিছিল করতে করতে পালিয়ে যায়।তবে স্থানীয়দের সহায়তায় এই হামলার ঘটনা ঘটেছে বলে ও অভিযোগ আছে।এই নিশংসয় হত্যাকান্ডের সাথে জড়িত সকল’কে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন মরহুম বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের স্বজনরা।

হামলাকারীদের বিচার চাওয়াতে বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের পরিবার’কে স্থানীয় দুর্বৃত্ত প্রভাবশালী একটি মহল প্রতিনিয়ত হুমকি প্রদর্শন করছেন যা নিয়ে মরহুমের বীরমুক্তিযোদ্ধার পরিবার ভবিষ্যতে নিরাপত্তার জন‍্য উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় পার করছে।

শেয়ার করুনঃ