র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি বর্তমান মুখপাত্র লে. কর্নেল আশিকুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। বৃহস্পতিবার ইন্তেখাব চৌধুরী তার দায়িত্ব বুঝে নিবেন।
বুধবার(২৩ এপ্রিল) র্যাব সদরদপ্তরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র বলছে,র্যাব প্রতিষ্ঠার পর ১৩ জন কর্মকর্তা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইন্তেখাব চৌধুরী ১৪তম মুখপাত্রের দায়িত্ব নিতে যাচ্ছেন। বর্তমান মুখপাত্র লে. কর্নেল আশিকুর রহমান আইন ও গণমাধ্যম শাখার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে অপারেশন উইংয়ের পরিচালকের (অতিরিক্ত) দায়িত্বও পালন করছেন।
জানা গেছে,ইন্তেখাব চৌধুরী সর্বশেষ র্যাব-১৩’র অধিনায়ক ছিলেন। গত বছরের ২৮ অক্টোবর তিনি সেখানে যোগ দেন। সম্প্রতি ইন্তেখাব চৌধুরীকে ঢাকায় আনা হয়। মেধাবী ও সাহসী কর্মকর্তা হিসেবে বাহিনীতে তার সুনাম রয়েছে।
ঠাকুরগাঁওয়ে দুই মেধাবী শিক্ষার্থী মাসুমা আক্তার হীরা ও শ্রাবণী রাণী আর্থিক অনটনে মেডিকেলে ভর্তি থেকে হতে পারছিলেন না। এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচার হলে ওই দুই শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নেন র্যাব কর্মকর্তা ইন্তেখাব চৌধুরী। পরিবারের সচ্ছলতা ফেরাতে তিনি দুইজনের পরিবারকে উপহার হিসেবে বাছুরসহ গাভী ও ভর্তির জন্য আর্থিক সহায়তা করেন। যা জেলা জুড়ে প্রশংসিত হয়।
ডিআই/এসকে