বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে এমপি পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা এডভোকেট সুলতানুল ইসলাম তারেক তানোর উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজারে গণসংযোগ করেছেন।
বুধবার (২৩ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির লক্ষ্য তুলে ধরেন। গণসংযোগ শুরু হয় তানোর বাঁধাইড় ইউনিয়ন তেলোপাড়া থেকে। এরপর বাধাইড় ইউপির জুমার পাড়া,মুন্ডমালা পৌরসভার আইড়ামোড়, তালুকপাড়া,উচাডাঙ্গা,বহরইল,বৈদ্যপুর বাজার মোড় হয়ে, হাঁপানিয়া দোগাছি মোড়
এডভোকেট তারেক বলেন, “বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা যেন প্রতিটি নাগরিক পড়ে এবং বোঝে, সেই উদ্দেশ্যেই আমি আপনাদের দ্বারে এসেছি। আমরা ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালিত হবে, জনগণের অধিকার ও ন্যায়বিচার কিভাবে প্রতিষ্ঠিত হবে, তা এই ৩১ দফায় স্পষ্টভাবে বলা আছে।” তিনি আরও বলেন, “নির্বাচন দিতে যত দেরি হবে, ততই দেশের সংকট বাড়বে। স্বৈরাচারীরা মাথা তুলে দাঁড়াবে। তাই এখনই জনগণের রায় নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে হবে। আমি এই আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আপনাদের দোয়া চাইছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি প্রয়াত নেতা ব্যারিস্টার আমিনুল হকের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব।
আর যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়, তাহলেও তার হয়ে কাজ করব, কারণ আমি শাসক হতে নয়, আপনাদের খাদেম হতে এসেছি।”
গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সরকার, তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, উপজেলা তাতী দলের সভাপতি বদের আলী, যুবদলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান, সাইদুর রহমান,যুবদলের যুগ্ম আহবায়ক মাহফুজ জহুরুল ইসলাম, রানা, মিল্টন, ছাত্র দল নেতা শুভ অন্তু,স্বাধীন, মিলন, প্রমুখ। গণসংযোগে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে অংশ নেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।