ফরিদপুরে আন্তর্জাতিক ৩২ তম প্রতিবন্ধী ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ৯ টায় ফরিদপুর জেলা সমাজসেবা কমপ্লেক্স এর সামনে থেকে একটি র্যালী বের হয় পরে কমপ্লেক্স হল রুমে বিভিন্ন কর্মসূচির পালন করা হয়।
সমাজসেবা অধিদপ্তর এর উপ পরিচালক,এ এস এম আলী আহসান এর সভাপতিত্বে এ উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক এএসএম আলী আহসান,বেসরকারি প্রতিষ্ঠান এফডি এর নির্বাহী পরিচালক মোঃ আজাহারুল ইসলাম,বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুস সামাদ সহ প্রমূখ। এ সময় পাঁচজন প্রতিবন্ধীদের মাঝে পাঁচটি হুইলচেয়ার বিতরণ করা হয়।