দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবিতে আয়মারসূলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের উদ্যোগে এক গুরুত্বপূর্ন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আয়মা রসূলপুর ওলামা বিভাগের সভাপতি মাওলানা আহম্মদ আলীর সভাপতিত্বে ও উক্ত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।
তিনি বলেন,ওলামাদের দায়িত্ব শুধু মসজিদে খুতবা দেওয়া নয়; বরং সমাজ, শিক্ষা, গণমাধ্যম ও রাজনীতিসহ প্রতিটি ক্ষেত্রে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া।বর্তমানে যখন সমাজে নৈতিক অবক্ষয়, বিভ্রান্তি ও অপসংস্কৃতির ছড়াছড়ি চলছে, তখন ওলামাদের উচিত সাহসিকতার সাথে সত্য কথা বলা, ইসলামী শিক্ষা ও আদর্শের প্রচার এবং নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা।তিনি আরও বলেন,জামায়াতে ইসলামী বরাবরই নৈতিক ও আদর্শভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। ওলামা সমাজের দায়িত্ব হলো এ পথে জাতিকে সঠিক দিকনির্দেশনা দেওয়া। তিনি সমাজে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠায় ওলামা সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার ও উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সালাম।আরও বক্তব্য রাখেন ,ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ আহসান হাবিব ও ইউনিয়ন ওলামা বিভাগের সেক্রেটারী আব্দুর রহমান প্রমুখ। শিক্ষা বৈঠক শেষে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করা হয়।