দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাট পাঁচবিবিতে ধরঞ্জী ৩ নাম্বার ওয়ার্ড জামায়াতে ইসলামী উদ্যোগে
কেন্দ্রীয় ঘোষিত "গণসংযোগ পক্ষ" কর্মসূচির অংশ হিসাবে গতকাল মঙ্গলবার বিকালে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও ধরঞ্জী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু।
তিনি বলেন,খ্রিস্টান সম্প্রদায় আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। আমরা ইসলামি শিক্ষা অনুযায়ী সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে। বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শে আমরা শিখেছি, বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে ন্যায়, ইনসাফ ও সদ্ব্যবহার করতে। ইসলামী মূল্যবোধ অনুসারে আমরা খ্রিস্টান ভাইবোনদের কল্যাণ কামনা করি এবং একসাথে শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করতে চাই।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ মাজেদুল ইসলাম,পেশাজীবী বিভাগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ জুল বাজাদাইন, পেশাজীবীর বিভাগের সেক্রেটারী মোঃ আব্দুল মুমিন, ৩ নাম্বার ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ফাজিল উদ্দীন,৪ নাম্বার ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ ওসমান গণী সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের মাঝ থেকে দুইজন প্রতিনিধী বক্তব্য প্রদান কালে তারা বলেন -আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জামায়াতে ইসলামীর পক্ষেই কাজ করবো কারন, জামায়াতে ইসলামীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসী নেই। এমসয় তারা দূর্নীতি মুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর সাথে থাকার প্রতিশ্রুতি দেন।