ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে জামায়েতে ইসলামীতে যোগদানের জন্য মানুষ প্রস্তুত রয়েছে। প্রতিদিনই বিভিন্ন পেশাজীবি সহ সাধারণ মানুষ বাংলাদেশ জামায়েতে ইসলামী নান্দাইল উপজেলা শাখার নেতৃবৃন্দের হাত ধরে দলে দলে যোগ দিচ্ছেন। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার চন্ডিপাশা, বেতাগৈর, চরবেতাগৈর ও মোয়াজ্জেমপুর ইউনিয়নে গণসংযোগ শেষে জামায়েতে ইসলামী নান্দাইল শাখার সেক্রেটারী সহকারী অধ্যাপক মাও. নুরুল আমিন এই প্রতিবেদকের সাথে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে নান্দাইল উপজেলার ১টি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নে সদস্য পদ নবায়ন ও সদস্য গ্রহন সহ বাজারে বাজারে গণসংযোগ চলছে। নান্দাইল উপজেলা জামায়েতে ইসলামীর আমির কাজী শামুদ্দিনের সভাপতিত্বে প্রতিদিনই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে সাধারণ সভা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। বাংলাদেশ জামায়েতে ইসলাম ন্যায়ের পক্ষে, দেশের স্বার্থে, শান্তির স্বার্থে, মানুষের কল্যাণের স্বার্থে কাজ করে। জামায়েতে ইসলামী দলের উদারতায় ও মানুষের পাশে থাকার কারণে জনমনে ব্যাপক সাড়াঁ পড়েছে। গণঅভূত্থানের পর মানুষ আরেকবার স্বাধীনতা পেয়েছে। জনগণ স্বৈরাচারী সরকার আর দেখতে চায় না। তাই জামায়েতে ইসলামী দলে যোগদানের জন্য মানুষের মন প্রস্তুত রয়েছে। তাই গণতন্ত্র রক্ষায় ও মানুষের কল্যাণের রাজনীতির জন্য জামায়েতে ইসলামের পাশে থাকার জন্য সকলকে আহ্বান জানান। এসময় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সালাম, গাংগাইল ইউনিয়ন জামায়েত নেতা আবুল খায়ের সহ জামায়েতী ইসলাম ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।