
কুড়িগ্রামের উলিপুরে টাকা আত্মসাতের মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফুলবাবু মিয়া (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ফুলবাবু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা বকসী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।জানা গেছে, শনিবার (২ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে দূর্গাপুর ইউনিয়নের ঝেল্লারাম বাজার থেকে ফুলবাবু মিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ফুলবাবু মিয়ার বিরুদ্ধে এনআই অ্যাক্টের একটি মামলায় ১ বছরের সাজা এবং ১৪ লক্ষ টাকার অর্থদন্ডের রায় রয়েছে। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে।রোববার (৩ ডিসেম্বর) দুপুরে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।