স্টাফ রিপোর্টার আলিফ হোসেন:মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক ব্যবসায়ী স্বামী ও স্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মঙ্গলবার বিকেল ৫ টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও বাজারে তোয়াহা প্লাজার সামনে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, মোশারফ শেখ ও তার স্ত্রী রানী বেদেনী দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রকার নেশা বিক্রি করে যুব সমাজ নষ্ট করে ফেলছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে আরো বলেন, দ্রুত এই মাদক ব্যবসায়ী গাঁজা ও ইয়াবা ব্যবসায়ী মোশারফ শেখ ও তার স্ত্রী রানী বেদেনীদের গ্রেফতারের দাবি জানায়।
এ সময় উপস্থিত ছিলেন,আতিকুর রহমান লিমন, হাতেম মাঝি, শামীম হোসেন, মাসুদ মাঝি,ওসমান গনি,তারিফ হোসেন, শাকিল আহমেদ, আবুল বাশার,সেলিম শেখ,রতন শেখ, শাহজাহান শেখ, জসিম দেওয়ান, তানভীর সহ শতাধিক এলাকাবাসী।