
মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর জৈনকাঠী ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচীর নতুন ডিলারদের হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, ২২ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় এ ইউনিয়নের কটুরা তালুক বাজারে খাদ্য বান্ধব কর্মসূচীর নতুন ডিলারের চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ মোহসিন, চেয়ারম্যান, জৈনকাঠী ইউনিয়ন পরিষদ। এছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন জৈনকাঠী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসন ৪,৫ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোসাঃ পারভীন বেগম ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল মৃধা, ট্যাগ অফিসার মোসাঃ নিলুফা, ডিলার মোঃ ফিরোজ আলম ও নবীন দল এর পটুয়াখালী সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ ফরহাদ সিকদার সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ ও সাংবাদিকরা। অন্যদিকে একই দিন এ ইউনিয়নের সেকাঠী বাজারে সকাল সাড়ে ১০ টায় খাদ্য বান্ধব কর্মসূচীর নতুন ডিলার ফিরোজ খান এর দোকান থেকেও হত দরিদ্রদের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এসময় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান সহ উপস্থিত ছিলেন এ ইউনিয়নের সংরক্ষিত আসন ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোসাঃ মাহিনুর বেগম ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনিরুল চৌধুরী, ট্যাগ অফিসার ইব্রাহিম খলিল, স্হানীয় গন্য মান্য ব্যক্তি বর্গ।