নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইল সদর উপজেলার বন-খলিশাখালি দাড়ার খাল মাইক্রো ওয়াটারসেড পূনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ২২ এপ্রিল) সকাল ১০ টায় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও এর সহযোগী সংস্থা জাগরনী চক্র ফাউন্ডেশন কতৃক বাস্তবায়িত সফল ফর ইন্টিগ্রেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের দাড়ার মাইক্রো ওয়াটারসেড (খালের),,,, মিটার পূনঃখননের কাজের শুভ উদ্বোধন করেন, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বন-খলিশাখালি দাড়ার মাইক্রো ওয়াটারসেড (খাল) কমিটির সভাপতি রাজ কুমার মল্লিকের সভাপতিত্বে এবং ওয়াটার ক্লাষ্টার ফ্যাসিলিটটর, জাগরণী চক্র ফাউন্ডেশনের কর্মকর্তা বন্দনা রায়ের সঞ্চলনায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামান, ম্যানেজার-রিজেনারেটিভ এগ্রিকালচার সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া যশোরের কৃষিবিদ ডা. নাজমুন নাহার, প্রোগ্রাম অফিসার ক্লাইমেট স্মার্ট এবং রিজনারটিভ এগ্রিকালচার, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া মো.রায়হানুল ইসলাম চৌধুরী প্রমূখ। এ সময় ওয়াটার ক্লাষ্টার অফিসার মো. নাদিম হুসাইন, বিছালি ইউনিয়ন বিএনপির সভাপতি কাজি হাসরাত হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিকমজিত ফৌজদারসহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। উদ্ভোদনকালে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গ্রামবাসীর উদ্দেশ্য বলেন, এই গ্রাম আপনাদের খালও আপনাদের এই খাল রক্ষা করার দায়িত্ব ও আপনাদের। খালের পানিতে ময়ালা, আবর্জনা, পলিথিন, অন-টাইম প্লেট ইত্যাদি ফেলবেন না। তাহলেই আপনারা এই খালের সুফল ভোগ করতে পারবেন। খাল কমিটিসহ সকলকে এই খাল মনিটরিং এর জন্য এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য, এ খালটি পুন:খননে অত্র এলাকার আনুমানিক ১০ হাজার একর কৃষি জমি বছর ব্যাপী ফসল উৎপাদনের আওতায় আসবে এবং ১৫ থেকে ২০ হাজার কৃষক এর সুফল ভোগ করবে।