ফরিদপুরের সালথায় ১ টি দেশীয় এল.জি সহ শর্টগানের ২ টি তাজা কার্তুজ উদ্ধার করেছে র্যাব-১০,সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার ভোর রাতে র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানাধীন আরোয়াকান্দি এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এতে ১ টি দেশীয় তৈরী এলজি এবং শর্টগানের ২ রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
উদ্ধারকৃত এলজি ও কার্তুজের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে