গাঁজায় নারী শিশুসহ সাধারণ মানুষের উপর সন্ত্রাসী হামলা, নির্যাতন, গণহত্যার বিরুদ্ধে বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে ফরিদপুরের এনজিও সমূহের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৪টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুরের বেসরকারি প্রতিষ্ঠান এফডিএ'র উপদেষ্টা মোহাম্মদ আজহারুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সাবেশে বক্তব্য রাখেন, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল ইসলাম,পথকলি সংস্থার সভাপতি নির্বাহী পরিচালক মোঃ বেলায়েত হোসেন,বি এফ এফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদি সাব্বির,পি ডব্লিউ ও এর নির্বাহী পরিচালক মোঃ হাফিজুর রহমান, ব্লাস্টের সমন্বয়কারী এডভোকেট শিপ্রা গোস্বামী,
আইনজীবী মোঃ খাইরুল ইসলাম,রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তাসহ প্রমূখ।
এ সময় বক্তারা অবিলম্বে ফিলিস্তিনী নিরীহ শিশু, নারী ও সাধারণ মুসলিমদের উপর হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান। ইসরাইলি বাহিনীর হত্যাকাণ্ডকে বর্বরোচিত এবং মানবতা বিরোধী বলে বক্তারা উল্লেখ করেন।
বিশ্বের মুসলিম দেশগুলোকে একত্র হয়ে ইসরাইলির আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানায়, ফিলিস্তিনকে অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়ার দাবি জানায়।
সমাবেশ থেকে মুসলিম হিসেবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলি ও ইহুদি পন্য সামগ্রী বর্জনের ঘোষণা দেয়া হয়।