ঢাকা, শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভারতে পাকিস্তানের পাল্টা হামলা শুরু
আলীকদমে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১
চট্টগ্রামে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে আমীর খসরু মাহমুদ চৌধুরী
আল্লাহ ও নবী-রাসুল‌দের নি‌য়ে কুটূ‌ক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার
তানোরে সাবেক এমপি ফারুক চৌধুরীর বডিগার্ড চাকুরীচ্যুত বিডিআর সদস্য বাবু গ্রেপ্তার
চট্টগ্রামে বলাকা প্রকাশনের গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত
বিজিবি’র অভিযান:এপ্রিল- মাসে ১০১ কোটি ৩৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
মোহাম্মদপুরে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
শেওড়াপাড়ায় দুই বোনের মরদেহ উদ্ধার,পুলিশের ধারণা হত্যাকাণ্ড
যেখানেই অতিরিক্ত মানুষের সমাগম,সেখানেই ওয়াটার স্প্রের ব্যবস্থা করছে ডিএনসিসি:আ.লীগ নিষিদ্ধের সমাবেশে স্প্রে প্রসঙ্গে এজাজ
মিরপুরে ট্রাফিক পুলিশের তৎপরতায় মোবাইল ছিনতাইকারী গ্রেফতার,ফোন উদ্ধার
মিরপুরে গুপ্তচরবৃত্তি: সাত্তার মোল্লার সন্ত্রাসী বাহিনীর হাতে অস্ত্রের মহামারী,গ্রেফতার না হলে বিপর্যয়ের শঙ্কা
কালীগঞ্জে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু
নড়াইলে শিশুস্বর্গের শিক্ষক’ বলদেব অধিকারী’র বিদায় সংবর্ধনা
ফুলবাড়ীতে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক-৪

প্রশাসনের নাকের ডগায় আ.লীগ নেতার দৌরাত্ম্য, প্রশাসন নীরব

নিজস্ব প্রতিবেদক:- কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালানো লোহাগাড়া থানার পানত্রিশা ৯নং ওয়ার্ডের মৃত জাগির মিয়ার পুত্র সিরাজুল ইসলাম বৈধ অবৈধ সকল ব্যবসা বাণিজ্য এখনো বহাল তবিয়তে চলছে।

লোহাগাড়ার ‘ডন’ নামে খ্যাত একাধিক মামলার আসামি সিরাজুল ইসলাম এখনো গ্রেফতার না হওয়ার জনমনে নানান প্রশ্ন উঠেছে। তারা বলছে কি কারণে কোন অদৃশ্য ইশারায় পলাতক এই খুনির ব্যবসা বাণিজ্য এখনো বহাল তবিয়তে রয়েছে প্রশাসনকে তা খতিয়ে দেখা প্রয়োজন।

একাধিক সূত্রে জানা যায়, সিরাজুল ইসলামের পেটোয়া বাহিনীরা এখনো লোহাগাড়ায় চুরি ছিনতাই ও দখল বাণিজ্য সরব রয়েছে।

সিরাজুল ইসলামের নির্দেশে লোহাগাড়ার শান্ত পরিবেশকে অশান্ত করার পাঁয়তারা চলছে। খুন ধর্ষণ, চুরি, ছিনতাই ও দখল বাণিজ্যের মাধ্যমে এ বাহিনী মানুষের মাঝে আতংক সৃষ্টি করে এখনো রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে।
জানা যায়, একাধিক মামলার আসামি সিরাজুল ইসলাম গা ডাকা দিলে ও এখনো তার ইশারায় চলছে লোহাগাড়য়ি দখলবাণিজ্য। স্থানীয় লোকজন বলছেন, জুলাই-২৪ গণহত্যা মামলার আসামি সিরাজুল ইসলামের বাহিনীকে ডেভিল হান্ট অভিযানের মাধ্যমে স্ব-মূলে নির্মূল করতে না পারলে ভালোবাসার বাংলাদেশ গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য ব্যাহত হবে।

সিরাজুল ইসলাম তিনি ফ্যাসিস্ট খুনি হাসিনার একজন দোসর। যার ফলে সে জুলাই-২৪ ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে তার সন্ত্রাসীবাহিনী নেয়ে সশস্ত্র অবস্থান নিয়ে অনেক মায়ের বুক খালি করেছে। সে সময় তার চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনীর হাতে অনেক শিক্ষার্থী নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে অনেকে।

খুনি হাসিনার দোসর সিরাজুল ইসলাম বর্তমানে গা ঢাকা দিয়ে আত্মগোপনে রয়েছে।

স্থানীয়রা জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদের পরিবারের লোকজন খুনি হাসিনা ও তার সহযোগীদের নামে হত্যা মামলা রুজু করার পর পর গা-ঢাকা দিয়েছেন সিরাজুল ইসলাম।
এলাকাবাসীর অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগের পক্ষে পুরো লোহাগাড়ায় অবস্থান নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন।

অনুসন্ধানে দেখা যায়, আ.লীগ নেতা সিরাজুল ইসলাম আত্ম গোপনে থাকলেও এখানকার প্রভাবশালীদের ম্যানেজ করে চলছে তার বৈধ অবৈধ সকল ব্যবসা।

সরকারী জমি দখল করে বাড়ি, ক্যাসিনো ব্যবসা, কী নেই তার। আর এসব কিছুই সম্ভব হয়েছে আওয়ামীলীগের রাজনীতির সুবাধে। সিরাজুল ইসলাম গত কয়েক বছরের কোটি কোটি টাকার মালিক বনে গেছেন।

রাজনৈতিক প্রভাব ও এলাকা নিয়ন্ত্রণ করতে ওয়ার্ডে রয়েছে তার শতাধিক ক্যাডার বাহিনী। ৫ আগস্টের পর এদের অনেকই রাজনৈতিক ভোল পাল্টিয়ে এখনো তাদের দখল বাণিজ্য করে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায় সিরাজুল ইসলাম দখল-চাঁদাবাজি-টেন্ডারবাজি-ক্যাসিনো ব্যবসাসহ নানা অপকর্মে জড়িত ছিলো। ব্যক্তিমালিকানাধীন প্লটে মার্কেট বানানো, দখলবাজি, ফুটপাত ও পরিবহন চাঁদাবাজিসহ জুয়া ও ক্যাসিনো কারবার থেকে প্রতিমাসে এখনো মোটা অংকের চাঁদা তোলার অভিযোগ উঠেছে সাবেক আ.লীগ নেতা সিরাজুল ইসলামের বিরুদ্ধে।

সূত্রে আরও জানায়, ফুটপাত দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন ক্লাবে পরিচালিত জুয়া ও ক্যাসিনো কারবারে এখনো নিয়মিত ভাগ পান সিরাজ বাহিনী ।

নির্ভরযোগ্য সূত্র জানা যায়, লোহাগাড়া বাজারে কাঁচাবাজার বসিয়ে প্রতি মাসে অর্ধ কোটি টাকা ভাড়া আদায় করতেন সিরাজ বাহিনী। এসব অর্থে গত ১০ বছরের ব্যবধানে গড়েছেন তিনি অঢেল সম্পদ। এ সব অবৈধ সম্পদ ভোগ করে বর্তমানে তিনি পরিবার নিয়ে বিলাসী জীবন যাপন করছেন।

স্থানীয়রা ছাত্র হত্যার একাধিক মামলার আসামি সিরাজুল ইসলাম ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানিয়ে তার অবৈধ সম্পদ পাহাড়াদানকারীদের চিহ্নিত করার দাবি জানান।

আওয়ামীলীগের কার্যকলাপ হাস্যকর ছাড়া কিছুই না। সাধারণ জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও তার দোসররা সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করছে। দেশের পরিবেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে তারা সারা বাংলাদেশব্যাপী তাণ্ডব চালানোর পরিকল্পনায় মগ্ন। সাধারণ মানুষের রক্তের দাগ এই বাংলাদেশ থেকে এখনো মুছে যায়নি। আওয়ামীলীগ ও প্রশাসন বিগত দিনে বিএনপি’র নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর জুলুম নির্যাতন করেছে। পুলিশের আজকের ভূমিকা লোহাগাড়া সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। হত্যা মামলা সহ ৬ মামলার আসামি, কুখ্যাত সন্ত্রাসী ” সিরাজ” কে গ্রেপ্তার করা হউক। সে এখনো ধরা ছোঁয়ার বাইরে। প্রশাসনকে ম্যানেজ করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম রেখেছে।
আওয়ামী লীগ নেতা সিরাজে পাহাড় পরিমাণ সম্পদের বিবরণ
বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ে সদস্য সচিব থাকাকালীন বিদ্যালয়ের টাকা সিরাজ একাউন্ট থেকে ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। বীর বিক্রম জয়নাল আবেদন উচ্চ বিদ্যালয় ২০১৫ সাথে ৬ তালা বিশিষ্ট ভবন নির্মাণে রড /সিমেন্ট /লোহা চুরি করো সিরাজ বাড়ির পাশে ২ তালা বিল্ডিং নির্মাণ করেন। পানএিশা বীর বিক্রম জয়নাল আবেদী উচ্চ বিদ্যালয় এর পাশে পোল্ট্রি ফার্ম রয়েছে আনুমানিক ৫ কোটি টাকা। ১০ থেকে ১৫ টা বিভিন্ন মাছের প্রজেক্ট রয়েছে আনুমানিক মূল্য দুই কোটি টাকা। নাল জমিন ১০ একর যা সব আত্মসাৎকৃত জায়গা। পুটিবিলা এমচরহাট বাজারে সিরাজের ৬ টি দোকান। আওয়ামী লীগ সরকার থাকাকালীন দলীয় প্রভাব কাটিয়ে সরকারী খাস জায়গা দখল করে একটি ২ তালা বিল্ডিং নির্মাণ করে, সেখানে ২তয় তালায় আওয়ামী লীগ আফিস রয়েছে।
চাম্বি লেকে বিশাল একটি মাছের প্রজেক্ট, মন্দুলারচর রায়হানিয়াতলী ১ টি পাকা বাড়ি/ আমবাগান/ লিচু বাগান /সহ ৩০ একর জায়গা মালিক। লামা থানা আজিজ নগর ইউনিয়নের পূর্বচাম্বি সালিয়ংগ নামক এলাকা সেগুন বাগান একাশি বাগান সহ পঞ্চাশ একক জায়গার মালিক আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। জয়নগর আব্দুর রশিদের বাড়ির পাশে খাস /খতিয়ানই জায়গায় বিশাল ১ টি সেগুন বাগান। ইসলামী ব্যাংক/ ডাচ বাংলা ব্যাংক /এশিয়া ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে। চট্ট মেট্রো ঘ ১১-১০২৬ একটি প্রাইভেট গাড়ি রয়েছে। চট্ট মেট্রো ড-১১-১২-৪৬, ট্রাক গাড়ি রয়েছে। সুজুকি ১২৫ সিসি একটি মোটরচাইকেল রয়েছে।

সে চান্দগাও থানার মামলা নং ২৬(৯)২৪ (৭৬ নং আসামী), কোতোয়ালি থানার মামলা নং, ১৪(১১)২৪ (২৪২ নং আসামি), বাকলিয়া থানার মামলা নং- ১(১১)২৪ (৪৮ নং আসামি), সিআর মামলা নং ২৩৮৬/২৪ (৬০ নং আসামি), সিআর মামলা নং ২৮৪৯/২৪ (১১৬ নং আসামি)

শেয়ার করুনঃ