ঢাকা, শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভারতে পাকিস্তানের পাল্টা হামলা শুরু
আলীকদমে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১
চট্টগ্রামে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে আমীর খসরু মাহমুদ চৌধুরী
আল্লাহ ও নবী-রাসুল‌দের নি‌য়ে কুটূ‌ক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার
তানোরে সাবেক এমপি ফারুক চৌধুরীর বডিগার্ড চাকুরীচ্যুত বিডিআর সদস্য বাবু গ্রেপ্তার
চট্টগ্রামে বলাকা প্রকাশনের গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত
বিজিবি’র অভিযান:এপ্রিল- মাসে ১০১ কোটি ৩৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
মোহাম্মদপুরে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
শেওড়াপাড়ায় দুই বোনের মরদেহ উদ্ধার,পুলিশের ধারণা হত্যাকাণ্ড
যেখানেই অতিরিক্ত মানুষের সমাগম,সেখানেই ওয়াটার স্প্রের ব্যবস্থা করছে ডিএনসিসি:আ.লীগ নিষিদ্ধের সমাবেশে স্প্রে প্রসঙ্গে এজাজ
মিরপুরে ট্রাফিক পুলিশের তৎপরতায় মোবাইল ছিনতাইকারী গ্রেফতার,ফোন উদ্ধার
মিরপুরে গুপ্তচরবৃত্তি: সাত্তার মোল্লার সন্ত্রাসী বাহিনীর হাতে অস্ত্রের মহামারী,গ্রেফতার না হলে বিপর্যয়ের শঙ্কা
কালীগঞ্জে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু
নড়াইলে শিশুস্বর্গের শিক্ষক’ বলদেব অধিকারী’র বিদায় সংবর্ধনা
ফুলবাড়ীতে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক-৪

আমরা একটি দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চাই:ডাঃ ফজলুর রহমান সাঈদ

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন,দেশের উন্নয়নের পথে প্রধান বাধা হচ্ছে দুর্নীতি ও চাঁদাবাজি। এই ব্যাধিকে নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা একটি দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চাই।দেশে যারা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে জনগণের ঘাড়ে বোঝা চাপিয়ে দেয়, তাদের প্রতিহত করতে হলে জনসচেতনতা ও কার্যকর রাজনৈতিক পরিবর্তন দরকার। জামায়াতে ইসলামী সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।দাওয়াতি পক্ষ উপলক্ষে গতকাল সোমবার সকাল থেকে সারাদিনব্যাপী পাঁচবিবি পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ব্যাপক গণসংযোগ কার্যক্রম পরিচালনাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পাঁচবিবি বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ গণসংযোগ কার্যক্রমে প্রধান অতিথি আরো বলেন,আমাদের প্রধান দায়িত্ব হলো মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা। আল্লাহর বিধান ছাড়া এই সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। বর্তমান সময়ে মানুষ নানা বিভ্রান্তি, অবিচার ও অনৈতিকতার মধ্যে ডুবে আছে। এসব থেকে মুক্তি পেতে হলে আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করতে হবে। জামায়াতে ইসলামী সেই আলোর পথ দেখাতে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে আমাদের দাওয়াতি কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, নায়েবে আমীর শফিকুল ইসলাম মাষ্টার,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার, উপজেলা জামায়াতে ইসলামীর অন্যতম কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল বাশার,পাঁচবিবি ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সালাম,পৌর জামায়াতে ইসলামীর আমীর আবুল বাশার, পৌর সেক্রেটারী গোলাম রব্বানী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ইসলামী সমাজ গঠনের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে অংশ নেওয়ার আহ্বান জানান।গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে ইসলামী বই,লিফলেট এবং দাওয়াতি সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ