
কুয়েল ইসলাম সিহাত,বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ যে কৃষক ক্ষুধার অন্ন যোগায়, সে কৃষক আজ কেনো বিপন্ন এই শ্লোগানে কৃষকদের দাবি আদায়ে পঞ্চগড়ের বোদায় কৃষক ঐক্য পরিষদের পথসভা অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের অধিকার আদায়ে ১০ দফা দাবিতে কৃষক ঐক্য পরিষদের লংমার্চ উপলক্ষে সমাবেশ গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে বোদা শহীদ মান্নান সড়কের নিউ মার্কেটের সামনে পথসভা করেন।সংগঠনের পঞ্চগড় জেলা শাখার আহবায়ক মো. রাজু হোসেন এর সভাপতিত্বে ও আহবায়ক সাজিদ হোসেন নিমুন এর সঞ্চলনায় বক্তব্য রাখেন, কৃষক ঐক্য পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ, মহাসচিব সুলতান আহমেদ ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।কৃষক ঐক্য পরিষদের নেতারা জানান, লংমার্চটি ১৭ এপ্রিল বগুড়া থেকে শুরু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে বোদা বাজার শহীদ মান্নান সড়কের সামনে মানববন্ধন ও পথসভা শেষে লংমার্চটি ২৩ এপ্রিল পঞ্চগড়ে যাবে। এসময় কৃষকনেতারা জানান, “এই লং মার্চ কৃষকদের সমস্যা সরকার ও প্রশাসনের সামনে তুলে ধরলে এবং অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।