ঢাকা, বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকার নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা
ঘোড়াঘাট উপজেলার বির্স্তৃণ মাঠ এখন সবুজের সমারোহ
নিকলীতে নিরীহ পরিবারকে একঘরে করার প্রতিবাদে নাগরিক ফোরামের স্মারক লিপি
ঘোড়াঘাটে গরু ব্যবসায়ীর বাড়িতে গরু চুরি
পটুয়াখালীর জৈনকাঠী ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচীর নতুন ডিলারদের চাল বিতরণ
শিক্ষক মেলবন্ধন ২০২৫’ এ শিক্ষক সম্মাননা পেলেন ক্যামব্রিয়ান কলেজের নাজমুল হুদা
প্রভাবশালী ব্যবসায়ী কুতুবউদ্দিন সিন্ডিকেটের কাছে জিম্মি লামা-আলীকদমের কাঠ ব্যবসায়ী
নড়াইলের বন-খলিশাখালী দাড়ার মাইক্রো ওয়াটারসেড (খাল) পূনঃখনন কাজের উদ্বোধন
সীতাকুণ্ড – সন্দ্বীপ রুটে ফেরি চালু রাখার দাবিতে মানববন্ধন
কলাপাড়ায় জমিজমা বিরোধের জেরে বৃদ্ধ মা’কে পেটালেন ছেলে
সালথায় দেশীয় এলজিসহ শর্টগানের ২টি তাজা কার্তুজ উদ্ধার
গাঁজায় গণহত্যার বিরুদ্ধে ফরিদপুরে এনজিও প্রতিষ্ঠানের মানববন্ধন
বকশীগঞ্জ নিহত রিপন মিয়ার লাশ উত্তোলনে বাঁধা, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট
উল্লাপাড়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
আমতলীতে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনময় সভা

আত্রাইয়ে দীর্ঘ অপেক্ষার পর জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে দীর্ঘদিনের অপেক্ষার পর জলাবদ্ধতা নিরসন ও স্যানিটেশন নিশ্চিতে দ্রুত এগিয়ে চলেছে সাহেবগঞ্জ সবজি ও মাছ বাজারে গভীর ড্রেন নির্মাণ কাজ। প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে আরসিসি ড্রেন নির্মাণ কাজ করছেন মেসার্স সুজা ট্রেডার্স। পাঁচুপুর ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রকৌশল বিভাগের মতে, এ প্রকল্পে সাহেবগঞ্জ সবজি ও মাছ বাজার এবং ওই মহল্লার ড্রেনেজ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। ফলে বাজার ও মহল্লাবাসীর জলাবদ্ধতা নিরসন ও স্যানিটেশন ব্যবস্থা আরো উন্নয়ন হবে।

মঙ্গলবার (২২শে এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক স্যানিটেশন স্বাস্থ্যসেবার উন্নয়নের লক্ষে সাহেবগঞ্জ সবজি ও মাছ বাজারের ড্রেনের নির্মাণ কাজ করছেন শ্রমিকরা।

বাজারের ক্রেতা-বিক্রেতা ও মহল্লাবাসী জানান, ড্রেন নির্মাণ শেষ হলে দূষিত পানি ও ময়লা আবর্জনা নিস্কাশন,বাড়ীর পানি ড্রেন দিয়ে নেমে যাওয়ার ফলে বাজার পরিস্কার পরিচ্ছন্ন ও স্যানিটেশন জনস্বাস্থ্য সার্বিকভাবে উন্নীত হবে।

উপজেলা প্রকৌশল বিভাগের তথ্যমতে, হাটবাজারের রাজস্বখাতের অর্থায়নে বর্তমান অর্থবছরে প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্প অনুসারে ৭৫ মিটার দৈর্ঘের গভীর ড্রেন নির্মাণ করা হবে। মোট ৭ লাখ ৪২ হাজার ১৪ টাকা বাজেটের প্রকল্পটি বর্তমান অর্থবছরের মধ্যে সমাপ্ত করতে হবে।

উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার বলেন, এ প্রকল্পে সম্পূর্ণ ড্রেনেজ ব্যবস্থা ঢেলে সাজানো হবে। ইতিপূর্বে ড্রেনগুলো ইট দিয়ে করা হতো। যা সহজেই ভেঙ্গে যেতো। তাই পুরনো নিয়মের পরিবর্তে নতুন নিয়মে আরসিসি ঢালাই করা হচ্ছে। ড্রেন নির্মাণ শেষ হলে বাজার ও মহল্লাবাসী দূষিত পানি ও ময়লা আবর্জনা নিস্কাশন এবং বাড়ীর পানি ড্রেন দিয়ে নেমে যাওয়ায় জনসাধারণ স্যানিটেশন জনস্বাস্থ্য সুবিধা পাবেন।

পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, ইউনিয়নবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি সাহেবগঞ্জ সবজি ও মাছ বাজারের জলাবদ্ধতা নিরসন ও স্যানিটেশন নিশ্চিত কল্পে হাট-বাজারের রাজস্ব খাতের অর্থায়নে গভীর ডেন নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সেইসাথে ইউনিয়নের সকল উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মো: কামাল হোসেন বলেন, প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে ড্রেন নির্মাণ কাজ সফলভাবে এগিয়ে যাচ্ছে। প্রকল্পটির কাজ সমাপ্ত হলে বাজারের ক্রেতা-বিক্রেতা ও মহল্লাবাসী এর ব্যাপক সুফল পাবেন।

শেয়ার করুনঃ