ঢাকা, মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঝটিকা মিছিল: নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যসহ গ্রেফতার ১০
মুন্সিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে বাল্কহেড-ড্রেজারসহ আটক ২
মাঠ পর্যায়ে অনিয়ম পেলে কোম্পানির অ্যাগ্রিমেন্ট বাতিল: ডিএনসিসি প্রশাসক
রায়পুর পৌর এলাকায় পানির দুর্ভোগে নাকাল পৌরবাসি
নোয়াখালীর হাতিয়া কমিউনিটি কলেজের অধ্যক্ষকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে কলেজের পিয়ন
আত্রাইয়ে দীর্ঘ অপেক্ষার পর জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ
নান্দাইলে ১৫ টাকা কেজির ১৭৮ বস্তা চাল জব্দ
শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান পুলিশের
আত্রাইয়ে ঔষধ ও কসমেটিকস আইন বিষয়ক সচেতনতামূলক সভা
অপরিকল্পিত খননের কারণে মৃত প্রায় নেত্রকোণার পিয়াইন নদী, এক সময়ের খরস্রোতা নদীতে চলছে কৃষিচাষ
‘আমার দেশ ‘ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
নান্দাইল মডেল থানায় হাজতিদের জন্য বই কর্ণারের উদ্বোধন
ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
সাগর-রুনী হত্যা মামলার নথিপত্র পুড়ে যাবার তথ্য সঠিক নয়: ডিএমপি
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুরে যুবদল ও বিএনপির বিক্ষোভ মিছিল

শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান পুলিশের

ফের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যেতে এবং শান্ত থাকতে ঢাকা কলেজ এবং সিটি কলেজ শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে পুলিশ। একই সঙ্গে এখন পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক এবং শান্ত রয়েছে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে সাইন্সল্যাব মোড়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন এসব কথা বলেন।

তিনি বলেন, গতকালের একটি ঘটনার ভুল বোঝাবুঝির পরিপ্রেক্ষিতেই আজকের সংঘর্ষের সূত্রপাত হয়েছে। গতকাল ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে সাইন্সল্যাব এলাকায় মারধর করা হয়েছে। যার জন্য ঢাকা কলেজ শিক্ষার্থীরা মনে করেছেন এর সঙ্গে সিটি কলেজের শিক্ষার্থীরা জড়িত। সেই জেরেই আজকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এখন পরিস্থিতি শান্ত, দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই তাদের ক্যাম্পাসে ফিরে গিয়েছেন। আমরা তাদের সংঘর্ষ থেকে নিভৃত করেছি। তবে এখনই পুলিশ প্রটোকল উঠিয়ে নেওয়া হবে না। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুরো এলাকা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাবেন।

এছাড়া আজকের ঘটনায় সংঘর্ষের মাঝামাঝি পড়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত এর ঘটনা ঘটেছে বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ধানমন্ডি ২ নম্বর সড়ক এবং মিরপুর সড়কের যান চলাচল সীমিত পরিসরে শুরু হয়েছে। উপস্থিত পুলিশ সদস্যদের যান চলাচল স্বাভাবিক করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।

এর আগে, দুপুরে শুরুতে ধাওয়া পাল্টা ধাওয়া এবং পরবর্তী সময়ে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরই আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ