
জীবননগর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে জীবননগর থানার নেতৃত্বে এসআই(নি:) মাহবুবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স এবং বাদীসহ বিশেষ অভিযান পরিচালনাকালে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বালিহুদা গ্রামের ভবেশ হালদারের ছেলে শ্রী বলয় কুমার হালদার(৩৫) কে জীবননগর থানাধীন আন্দুলবাড়ীয়া বাজারস্থ জনৈক বাপ্পীর ফ্লেক্সিলোড এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আটক করেন।
এলাকাবাসী জানান সে পল্লী বিদ্যুতের নাম করে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা কালেশন করতো। ধৃত আসামী জীবননগর জোনাল অফিস, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, জীবননগর, চুয়াডাঙ্গার নাম সম্বলিত স্বাক্ষরবিহীন একটি পত্র প্রস্তুত করিয়া স্থানীয় বিভিন্ন মানুষকে বিদ্যুৎ সংযোগ পাইয়ে দিবে বলিয়া জনৈক আতিয়ার রহমান এর নিকট হইতে ৯,৩২০/- (নয় হাজার তিনশত বিশ) টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে। এছাড়া আরো কয়েকজনের নিকট থেকে প্রায় ৭০,০০০/ টাকা প্রতারণামূলকভাবে আদায় করে তাদের কাজ না করে বিশ্বাসভঙ্গ করেছেন।স্থানীয় লোকজন তার উপর ক্ষুব্ধ হয়ে তাকে আটক করতে সহায়তা করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানার মামলা নং-০৪, তারিখঃ ০৩/১২/২৩, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড রুজু করা হয়েছে বলে জানান।