বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও অনন্তপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে আমিনুল ইসলাম (৪৫), কাশিপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আজোয়াটারি গ্রামের আজিজুল হক সওদাগরের ছেলে জিল্লুর রহমান জ্যোতি (২৮)।
ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম জানান, ফুলবাড়ী থানায় ৬/৮/২৪ তারিখে দায়ের করা মামলার তদন্ত প্রাপ্ত আসামি আমিনুল ইসলাম ওরফে টিটি আমিনুল এবং ১৯/১/২৫ তারিখে দায়ের করা অপর এক মামলার এজাহারভুক্ত আসামি জিল্লুর রহমান ওরফে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।