পটুয়াখালী জেলা প্রতিনিধি :প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতকরে নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃস্টান্তমূলক শাস্তির দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জানা গেছে, পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে সোমবার ২১ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় এ কলেজের সামনে উক্ত দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্রদলের কর্মী মেধাবী শিক্ষার্থী পারভেজ হত্যাকান্ডের সাথে জড়িত খুনী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃস্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পটুয়াখালী জেলা শাখার আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ, সিনিয়র যুগ্ন আহবায়ক আল আমিন হাওলাদার, যুগ্ম আহবায়ক সানি গাজী, উক্ত কলেজ শাখার ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়ামিন হাওলাদার, যুগ্ম আহবায়ক মিজান তালুকদার ও যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান প্রমুখ। মানবন্ধন কর্মসূচীতে কলেজ শাখা ছাত্রদলের দুই শতাধিক নেতা-কর্মী অংশগ্রহন করেন।