দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪ ময়মনসিংহ-৯
নান্দাইল আসন থেকে এমপি পদে মামার প্রতিদ্বন্দি প্রার্থী হয়েছেন ভাগ্নে। জাকের পার্টি থেকে মনোনীত নান্দাইল উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শফিকুল আলম এর বিপরীতে প্রতিদ্বন্দিতা করছেন তাঁরই আপন ভাগ্নে জাতীয় পার্টি থেকে মনোনীত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য হাসমত মাহমুদ তারিক। রোববার (৩রা ডিসেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা সহকারী রির্টাণিং অফিসারের কার্যালয়ে মামা-ভাগ্নে দুজনেরই মনোনয়ন পত্র বৈধ ঘোষিত হয়েছে। মামা শফিকুল আলম গোলাপ ফুল প্রতীক ও ভাগ্নে লাঙ্গল প্রতীক নিয়ে নান্দাইল নির্বাচনী এলাকায় ভোট যুদ্ধে মাঠে লড়বেন। জানাগেছে,
হাসমত মাহমুদ তারিক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল হাকিম ভ‚ইয়ার ২য় পুত্র। অপরদিকে হাসমত মাহমুদ তারিকের আপন মামা হচ্ছেন জাকের পার্টির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম। তবে তাঁরা পৃথক পৃথক দুটি দলের নেতৃত্ব দিয়ে আসছেন।
এ বিষয়ে হাসমত মাহমুদ তারিক বলেন, আশা করছি দলীয় নেতাকর্মী সহ নান্দাইলবাসীকে নিয়ে ভোটযুদ্ধে লড়ে যাবো। এখানে কে প্রতিদ্বন্দি ? কে আত্মীয় ? কে মামা ? রাজনীতির মাঠে তা ভিন্ন। অপরদিকে মুক্তিযোদ্ধা শফিকুল আলম বলেন, আমি নির্বাচনে অংশ গ্রহন করেছি,জনগণের কাছে ভোট প্রার্থনা করছি। জনগণ যাকে ভালো মনে করে তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবে। উল্লেখ্য মামা-ভাগ্নে ছাড়াও নান্দাইল আসনে নৌকা, স্বতন্ত্র, জাসদ ও তৃণমুল বিএনপি মোট ছয় জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষিত হয়েছে।