
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন কর্নেল মো. তানভির হোসেন। রবিবার (২০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সেনাবাহিনীর কর্নেল মো. তানভির হোসেনকে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হলো। এই সেনা কর্মকর্তার চাকরি প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে বিইউপির ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্সের ডিন ব্রিগেডিয়ার জেনারেল খালেদ শামছ্কে নিজ বাহিনীতে ফেরত নেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সাহেদুল ইসলাম।
ডিআই/এসকে