‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’। মানুষের জীবন বাঁচাতে মানুষই পাশে দাঁড়ায়, সহায়তার হাত বাড়ায়। সমাজের বিত্তবান থেকে শুরু করে সবাই যদি সাধ্যমতো সাহায্যের হাত বাড়ায় তাহলে বেঁচে যেতে পারে এফবিসিসিআইয়ের জেনারেল বডির মেম্বার ইব্রাহীম খাঁন।ইব্রাহীম খানের ভোটার নাম্বার ১০০১
রক্তে ইনফেকশন হয়ে ভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো শরীরে। আর এ ইনফেকশনের কারণেই শরীর নিস্তেজ হয়ে পড়েছে।কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। ইব্রাহীম খানের দেহে বেঁধেছে জটিল রোগের বাসা। তবে তার দুই মেয়ে হার মানতে নারাজ। তারা তার বাবাকে বাঁচাতে চান। তার চিকিৎসার জন্য প্রয়োজন লক্ষ লাখ টাকা। বাবাকে বাঁচাতে অসহায় মেয়েরা চিকিৎসার টাকা জোগাড় করতে পারছেন না। শেষ চেষ্টা হিসেবে মানবিক সাহায্যের হাত বাড়িয়েছেন তারা।ইব্রাহীম খানের গ্রামের বাড়ী মুন্সীগঞ্জ জেলার অন্তর্গত শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়নে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রহমে তাকে ঢাকা ন্যাশনাল হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় সেখান থেকে রিলিজ করে দিলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় কিন্তু ঢাকা মেডিকেলের আইসিইউএর সিট খালি না থাকায় বর্তমানে তাকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের আই সি ইউতে ভর্তি করা হয় যাহার বেড নাম্বার- ১।
ইব্রাহীম খানের দুই মেয়ে জানান এফবিসিসিআইয়ের সাবেক সহ সভাপতি নিজাম আঙ্কেল আমার আব্বার চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দিয়েছে। তারপরও আরও অনেক টাকা প্রয়োজন। ইব্রাহীম খানের চিকিৎসায় সহযোগিতা পাঠাতে চাইলে- বিকাশ নম্বর ০১৮৮৬৮৪৪৯৪৪।
ডিআই/এসকে