
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় শামীম সেনা নামে এক ব্যক্তিকে ঘিরে সম্প্রতি নানা বিতর্ক ও অভিযোগের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ,পূর্বে থেকে হুন্ডি ও গোল্ডের ব্যবসা করলেও স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে শামীম সেনার অবৈধ হুন্ডি ও গোল্ড ব্যবসার পাশাপাশি মাদকসহ অন্যান্য অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পল্লবী ও আশপাশের এলাকায় তার নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র রয়েছে, তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা দাবি করেন, পল্লবী থানা তার প্রভাবের বাইরে নয় এমন গুঞ্জন এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে শামীম সেনার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক পল্লবী থানার একজন কর্মকর্তার সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করে দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
এ-বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের বক্তব্য নিতে থানায় গেলে তিনি ছুটিতে আছে বলে জানা যায়।
ডিআই/এসকে