ঢাকা, মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শ্রীনগরে ফসলি জমি কাটার মহোৎসব
মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ বিচ্ছিন্ন
নওগাঁয় বিজিবি’র অভিযানে ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার
নওগাঁয় প্রয়াত সাংবাদিক মাসুদুর রহমানের স্মরণসভা
আত্রাইয়ে শিক্ষার্থীদের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধিতে বিদ্যালয়ে মানচিত্র স্থাপন
কলাপাড়ায় নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভূরুঙ্গামারীতে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আ’লীগের ৫ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে ছাত্র হত্যার মামলায় ১৬জন আ’লীগের নেতা আটক
নাটোরে বিএসটিআই’র অভিযান : তিন বেকারি কারখানাকে মামলা ও জরিমানা
ঘুমধুম সীমান্তে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে ৩৪ বিজিবি
পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফুলবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন
জামালখান এলাকায় পাহাড় কেটে নির্মিতব্য অবৈধ স্থাপনা উচ্ছেদে চউকে’র অভিযান
ঝিকরগাছায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ফরিদপুরে হত্যা মামলার ২ আসামি ঢাকায় গ্রেফতার
উলিপুরে নাশকতা বিরোধী অভিযানে সাবেক জেলা পরিষদ সদস্যসহ গ্রেফতার ২

চীনের অর্থায়নে মেডিকেল কলেজ ও হাসপাতালটি বোদায় স্থাপনের দাবিতে মানববন্ধন

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ চীনের অর্থায়নে ১০০০ শষ্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালটি পঞ্চগড়ের বোদায় স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণজায়েত অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২০ এপ্রিল) দুপুরে বোদা-পঞ্চগড় মহাসড়কের সোনালী ব্যাংক সংলগ্ন স্থানে বোদা উপজেলাবাসী ব্যানারে মানববন্ধন ও গণজমায়েত অনুষ্ঠিত হয়। প্রায় ২ ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এমরান আল আমিন, তরিকুল আলম, আকতার হোসেন হাসান, হকিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, তফিজ উদ্দীন আহম্মেদ বেলাল, সফিউল আলম টুটুল, লিহাজ উদ্দীন মানিক, আব্দুল্লাহ আল জুবেরী, আশরাফুল আলম, সুনিল চন্দ্র বর্মন, সিরাজুল ইসলাম, কাউছার আলম, আবু হাসান, আব্দুর বারী, মোস্তাফিজুর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে একটি গণজমায়েত মিছিল সোনালী ব্যাংক হতে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, আমাদের পার্শ্ববর্তী জেলা দিনাজপুর, রংপুর ও নীলফামারীতে মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে। এই জেলাগুলোর দূরত্ব খুবই কম এবং কাছাকাছি। কিন্তু পঞ্চগড় থেকে এই জেলাগুলোর দূরত্ব অনেক বেশি। পঞ্চগড় হাসপাতালে একজন রোগী গুরুতর আহত হয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর দিনাজপুরে স্থানান্তরিত করা হয়। মাঝপথে অনেক সময় মৃত্যু ঘটে। আমরা আর কারো এমন মৃত্যু চাই না। আমাদের নাগরিক দাবি মানসম্মত চিকিৎসা চাই।মানববন্ধন কর্মসূচিতে এলাকাবাসীর পক্ষে বিভিন্ন জন বিভিন্ন বক্তব্যে বলেন, ২০২৩ সালে পঞ্চগড়ে চীন ও বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্যোগে এক হাজার শয্যার একটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলেও নানা ষড়যন্ত্র ও ভারতীয় মিডিয়ার নানা গুজবের কারণে তা আলোর মুখ দেখেনি। তাই চীনের এই হাসপাতাল বোদা উপজেলায় করার দাবি জানান তারা। এসময় বক্তারা বলেন, বোদা উপজেলায় মেডিকেল কলেজ ও হাসপাতালটি হলে শুধু উত্তরাঞ্চল নয় নেপাল, ভুটান ও ভারতের একটি অংশের মানুষ পড়াশোনার পাশাপাশি চিকিৎসা সুবিধা নিতে পারবে। আমরাও বিশ্বমানের চিকিৎসা সেবা পাবো। বাড়বে সরকারের আয়। কর্মসূচিতে বক্তারা আরোও বলেন, পঞ্চগড়ের বোদায় চীনের অর্থায়নে ১০০০ শয্যার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল করার যৌক্তিকতা সবচেয়ে বেশি। কেন না ভৌগলিক অবস্থানগত দিক দিয়ে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলার মধ্যস্থল হলো বোদা উপজেলা এবং পঞ্চগড় জেলারও মধ্যস্থল বোদা উপজেলা।গত ১৮ এপ্রিল চীনা অর্থায়নে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য সম্ভব্য স্থান হিসেবে বোদা উপজেলা মডেল মসজিদের পাশে পঞ্চগড় জেলা প্রশাসক, সাবেত আলী ভূমি পরিদর্শন করেন। এসময় বোদা উপজেলা এলাকার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ