কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ দীর্ঘ ১৯ বছর পর পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাতে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে গোপন ভোটের মাধ্যমে সভাপতি পদে অধ্যাপক আব্দুল মান্নান নবনির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে রায়হানুল হক রিয়েল প্রধান ও দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে ২ জন ও দুটি সাংগঠনিক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে আসাদুল্লাহ আসাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
বোদা উপজেলায় গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠন কার্যক্রম শুরু করেছে বিএনপি। তৃণমূল পর্যায়ে সরাসরি ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনকে ঘিরে চাঙ্গা হয়ে উঠেছে দলটি। জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির অভ্যন্তরে চলছে ভোট উৎসব।
সম্মেলন দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলদের ভোটে অধ্যাপক আব্দুল মান্নান সভাপতি নির্বাচিত হন। তিনি ৪৯৮ টি ভোটে পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি সভাপতি প্রার্থী সাবেক অধ্যক্ষ আফাজুল ইসলাম পেয়েছেন ১৭১ টি ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৩৭৮ ভোট পেয়ে মো. রায়হানুল আলম প্রধান রিয়েল ও ৩০১ ভোট পেয়ে মো. দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। ৭১০ জন কাউন্সিলরের মধ্যে ৬৬৯ জন কাউন্সিলর ভোট প্রদান করেন। সাধারণ সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী না থাকায় আসাদুল্লা আসাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। প্রধান বক্তা বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। বিশেষ অতিথি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা ও সাধারণ সম্পাদক দিল রেজা ফেরদৌস চিম্ময় সহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ উপজেলা ১০টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এক মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে উল্লেখ করেন।
প্রধান বক্তা বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। তাই নিজ দলে গণতন্ত্র চর্চা অব্যহত রেখেছে। আমরা ইউনিয়ন, উপজেলা, জেলা সকল পর্যায়ে নেতৃত্ব নির্বাচন করছি ভোটের মাধ্যমে। এতে করে দল আরও শক্তিশালী হচ্ছে। নতুন নেতৃত্ব আগামীতে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় বড় ভূমিকা রাখবে।উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, সবশেষ ২০০৬ সালে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৯ বছর পর শনিবার সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৭১০ জন ডেলিগেট তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।উল্লেখ্য, ২০০৬ সালে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছেু। সম্মেলন ঘিরে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।