
হামিদুল হক মন্ডল গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে মারপিটের ঘটনায় দায়ের হওয়া মামলা থেকে বাঁচতে নিজ জেলায় এবং বাদী পরিবর্তন করে অন্য জেলায় হয়রানীমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রোববার (২০ এপ্রিল) বিকেলে পলাশবাড়ী প্রেসক্লাবে জনাকীর্ণ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন, ভূক্তভোগী মামলার বাদী পলাশবাড়ী পৌরসভার শিবরামপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আশরাফুল ইসলাম।
তিনি তার লিখিত বক্তব্য বলেন, আমিসহ আমার পরিবারের লোকজনদের সহিত জমি নিয়ে বিবাদী মোস্তাফিজুর রহমান নজরুল, পিতা-মৃত আঃ রহিম, সাং-তাজহাট মোল্লাপাড়া, থানা-তাজহাট, জেলা-রংপুর এবং হাসিবুর রহমান, পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-শিবরামপুর, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধাগংদের সহিত বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ইং ২৬/০১/২০২৫ তারিখ বিবাদীরা আমাদের উপর হামলা চালিয়ে মারপিট করে গুরুতর আহত করে। এ ঘটনায় আমি বাদী হয়ে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করি। যাহা পলাশবাড়ী থানার মামলা নং-০৫, তাং-০৪/০২/২০২৫ইং। এ দিকে মামলা থেকে বাঁচতে উল্লেখিত ঘটনাকে কেন্দ্র করিয়া প্রতিপক্ষ মোঃ হাসিবুর রহমান বাদী হইয়া আমিসহ মোট ০৮ জনের বিরুদ্ধে মোকামঃ বিজ্ঞ আমলী আদালত, পলাশবাড়ী, গাইবান্ধায় সিআর মামলা নং-৪৬/২৫ তাং-০৪/০২/২০২৫ইং দায়ের করেন।
এছাড়া একই ঘটনাকে কেন্দ্র করে শুধু স্থান ও বাদী পরিবর্তন করে বিবাদী মোস্তাফিজুর ভূক্তভেগী ০৮ জনকে আসামী করে রংপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পীরগঞ্জ, আমালী আদালত, রংপুর এ সিআর মামলা নং-১৪৯/২৫, তাং-০৫/০৩/২০২৫ইং, আরো একটি মামলা করে। যাহা সম্পূর্ণ আমাদের হয়রানী করাসহ আদালতের সঙ্গে প্রতারণার শামিল।
এছাড়াও আসামীপক্ষ বাদীসহ তার পরিবারের লোকজনকে ভয়ভীতিসহ নানা হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছে।
আমি অত্র সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট উর্ধতন কতৃর্পক্ষের সুদৃষ্টি কামনাসহ কুচক্রীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।এ সময় উপস্থিত ছিলেন, মাজহারুল ইসলাম, আজাদুল ইসলাম, মারুফ আকন্দ, জুয়েল মিয়া, জোসনা বেগম, জাহিদুল ইসলাম ও মাহমুদুল ইসলাম প্রমুখ।