বান্দরবান সংবাদদাতাঃ পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশন, ৬৯ বিগ্রেড এর অধিনস্থ আলীকদম জোন কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে প্রায় ৩ লক্ষ টাকা আর্থিক নগত অনুদান বিতরণ করা হয়েছে।
রবিবার (২০ এপ্রিল ২২৫ইং) সাড়ে ১১টায় আলীকদম (৩১বীর) সেনাজোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে এই অনুদান বিতরণ করা হয়।
জোনের পক্ষ থেকে প্রতি মাসে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা, আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র-ছাত্রীদের খাবার বিল, চিকিৎসা সহায়তা বাবদ ২লক্ষ ৮৭ হাজার ১শত ৮২ টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে নগদ আর্থিক অনুদান তুলে দেন আলীকদম জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ, পিএসসি। জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, জনগোষ্ঠীর নিরাপত্তার পাশাপাশি আলীকদম জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে, ভবিষ্যতেও থাকবে বলেন। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সেইসাথে ৩১বীর সেনাজোন কর্তৃক প্রতিমাসেই লামা- আলীকদমে এসকল প্রতিষ্ঠানকে অনুরুপ অনুদান প্রদান করা হয়ে থাকে।