ঢাকা, মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শ্রীনগরে ফসলি জমি কাটার মহোৎসব
মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ বিচ্ছিন্ন
নওগাঁয় বিজিবি’র অভিযানে ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার
নওগাঁয় প্রয়াত সাংবাদিক মাসুদুর রহমানের স্মরণসভা
আত্রাইয়ে শিক্ষার্থীদের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধিতে বিদ্যালয়ে মানচিত্র স্থাপন
কলাপাড়ায় নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভূরুঙ্গামারীতে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আ’লীগের ৫ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে ছাত্র হত্যার মামলায় ১৬জন আ’লীগের নেতা আটক
নাটোরে বিএসটিআই’র অভিযান : তিন বেকারি কারখানাকে মামলা ও জরিমানা
ঘুমধুম সীমান্তে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে ৩৪ বিজিবি
পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফুলবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন
জামালখান এলাকায় পাহাড় কেটে নির্মিতব্য অবৈধ স্থাপনা উচ্ছেদে চউকে’র অভিযান
ঝিকরগাছায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ফরিদপুরে হত্যা মামলার ২ আসামি ঢাকায় গ্রেফতার
উলিপুরে নাশকতা বিরোধী অভিযানে সাবেক জেলা পরিষদ সদস্যসহ গ্রেফতার ২

তানোরে লিফলেট বিতরণ-গনসংযোগ করলেন এমপি মনোনয়ন প্রত্যাশী সুলতানুল ইসলাম তারেক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে এমপি পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা এডভোকেট সুলতানুল ইসলাম তারেক তানোর উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজারে গণসংযোগ করেছেন।

শনিবার (১৯ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির লক্ষ্য তুলে ধরেন। গণসংযোগ শুরু হয় তানোর থানা মোড় থেকে। এরপর তালন্দ ইউপির মোহর গ্রামের ঘোড়াডুবি মোড়, দেবিপুর মোড়, পাঁচন্দর ইউপির কৃঞ্চপুর হাট, কয়েল হাট, ইলামদহী বাজার, নারায়নপুর মোড়, লালপুর বাজার হয়ে রাতের শেষ প্রান্তে তিনি বেলপুকুরিয়া গ্রামে এক ইসলামী জালসায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

এডভোকেট তারেক বলেন, “বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা যেন প্রতিটি নাগরিক পড়ে এবং বোঝে, সেই উদ্দেশ্যেই আমি আপনাদের দ্বারে এসেছি। আমরা ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালিত হবে, জনগণের অধিকার ও ন্যায়বিচার কিভাবে প্রতিষ্ঠিত হবে, তা এই ৩১ দফায় স্পষ্টভাবে বলা আছে।” তিনি আরও বলেন, “নির্বাচন দিতে যত দেরি হবে, ততই দেশের সংকট বাড়বে। স্বৈরাচারীরা মাথা তুলে দাঁড়াবে। তাই এখনই জনগণের রায় নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে হবে। আমি এই আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আপনাদের দোয়া চাইছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি প্রয়াত নেতা ব্যারিস্টার আমিনুল হকের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব।
আর যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়, তাহলেও তার হয়ে কাজ করব, কারণ আমি শাসক হতে নয়, আপনাদের খাদেম হতে এসেছি।”

গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সরকার, তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, উপজেলা তাতী দলের সভাপতি বদের আলী, যুবদল নেতা আতিকুর রহমান, সাইদুর রহমান, জহুরুল ইসলাম, রানা, মিল্টন প্রমুখ। গণসংযোগে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে অংশ নেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

শেয়ার করুনঃ